গোপালগঞ্জ জেলার অর্ন্তগত মুকসুদপুর থানার মহারাজপুর ইউনিয়নের একটি গ্রাম লোহাইড়। এই লোহাইড় গ্রামেই বড়পাথার অবস্থিত। এই পাথারের দক্ষিন দিকে মোচনা ইউনিয়নের আইকদিয়া, পাইকদিয়া, বাঘাদিয়া গ্রাম এবং পূর্ব দিকে বরইতলা এবং উত্তর পূর্ব কোনায় চাওচা অবস্থিত। এই পাথারে ধান, পাট, গম, পেঁয়াজ, আখ ইত্যদি ফসল উৎপাদন করা হয়। বর্ষা কালে এই পাথার পানিতে পরিপূর্ন হয়ে যায়। সেখান থেকে বিপুল পরিমান দেশী মাছ আহরন করে স্থানীয় জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস